Logo

অপরাধ    >>   মন্দির ভাঙচুরের ঘটনায় কঠোর শাস্তির আশ্বাস

মন্দির ভাঙচুরের ঘটনায় কঠোর শাস্তির আশ্বাস

মন্দির ভাঙচুরের ঘটনায় কঠোর শাস্তির আশ্বাস

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামের পাথরঘাটায় মন্দির ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। গতকাল শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তিনি ভাঙচুরকবলিত মন্দিরগুলো পরিদর্শন করেন এবং দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একটি সম্প্রীতিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

মন্দির পরিদর্শনের সময় তিনি মন্দিরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ২৪ পদাতিক ডিভিশনের কর্মকর্তাগণ, এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ২৯ নভেম্বর জুম্মার নামাজের পর পাথরঘাটা সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনা ঘটে।